রহমত উল্যাহ, পিবিএ, নোয়াখালী: নোয়াখালীর জেলা সদরে পুলিশ লাইন্স গেইটে দায়িত্ব পালনরতঃ অবস্থায় রাস্তায় কুড়িয়ে পাওয়া বিশ হাজার টাকা তার মালিককে ফেরত দিয়েছেন পুলিশ কনস্টেবল সুমন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে প্রকৃত মালিককে টাকা গুলো ফেরত দেন তিনি।
এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি পুলিশ লাইন্সের ১ নং গেইটে দায়িত্ব পালনকালে জেলখানা রোডের ওপর কিছু টাকা পড়ে থাকতে দেখেন। গুণে দেখতে পান সেখানে ২০,০০০ (বিশ হাজার) টাকা রয়েছে। তাৎক্ষণিক তিনি টাকা প্রাপ্তির বিষয়টি ঊর্ধ্বতন অফিসারকে অবগত করেন। কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে রাস্তায় কিছু খুঁজতে দেখে কনস্টেবল সুমন কি খোঁজেন জিজ্ঞাসা করলে লোকটি বিশ হাজার টাকা হারিয়েছেন মর্মে জানান। প্রাপ্ত টাকার সাথে লোকটির বর্ণনার মিল থাকায় জেলা পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর নির্দেশক্রমে কুড়িয়ে পাওয়া টাকা মোঃ হারুনুর রশিদকে বুঝিয়ে দেওয়া হয়।
পিবিএ/এসডি