আলমগীর হোসেন লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চানাচুরের খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে বলাৎকার করেছে এক কিশোর। মঙ্গলবার ভবানীগঞ্জ ইউনিয়নের বুলু বেপারী সমাজের খোকন মাঝির বাড়িতে রাত সাড়ে ৮টায় এই ঘটনাটি ঘটে।
শিশুর মা কুলসুম জানায়, মঙ্গলবার রাতে একই গ্রামের আবুল কালামের ছেলে রাব্বি শিশু আল-আমিনকে চানাচুর খাওয়ানোর কথা বলে তার নিজ বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তাকে বলাৎকার করে রাব্বি । এরপর বুধবার সকালে শিশুটির পায়খানা করতে গেলে ব্যাথা অনুভব হলে তার মা শিশুটিকে জিজ্ঞাসা করলে বলাৎকারের বিষয়ে বিস্তারিত কথা তুলে ধরেন শিশুটি । পরে এলাকায় জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা সমস্যা সমাধান করে দেওয়া আশস্ত করেন।সমস্যা সমাধান করার আগেই বখাটে রাব্বি এলাকায় ছেড়ে পালিয়ে যায়।
শিশুটি মা আরো অভিযোগ করে বলেন, রাব্বি এর আগে আরো কয়েকটি শিশু বলাৎকারের ঘটনা ঘটিয়েছে। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি। যেন এ ধরনের অন্যায় কাজ এলাকাতে আর পুর্ণরায় না ঘটে। এ বিষয়ে স্থানীয়দের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে।
শনিবার লক্ষ্মীপুর সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া পিবিএকে জানান, তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পিবিএ/এসডি
https://youtu.be/nwl1YSQ5CGQ