নয়ন চক্রবর্তী,বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ১ নারী নিহত ও এক শিশু আহত হয়েছে।
শুক্রবার ১০ জুলাই সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলার আলিক্ষং ইউনিয়নের নাথিং ঝিড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শান্তিলতা তঞ্চঙ্গ্যা (২৮) স্বামী রাঙ্গাইয়া তঞ্চঙ্গ্যা ও আহত হলেন তারই ১০ বছরের শিশু সন্তান।
সুত্রে জানাযায় জুম চাষ শেষে বাড়ি ফেরার পথে নাথিং ঝিড়ি এলাকায় আসলে হঠাৎ করে গুলির শব্দ হয় । এতে শান্তিলতা তঞ্চঙ্গ্যা (২৮) নিহত ও তারই ১০ বছরের শিশু সন্তান গুলি বিদ্ধ হয়। পরে তাদেরকে স্থানীয় ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ।
কর্তব্যরত চিকিৎসক শান্তিলতা তঞ্চঙ্গ্যা (৩৫)কে মৃত ঘোষণা করেন এবং শিশুটিকে হাস্পাতালে ভর্তি করা হয়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক ভুইয়া সত্যতা নিশ্চিত করেন।
পিবিএ/এসডি