নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মুঠোফোনে মিসকল দিয়ে পরিচয়। দেড় বছরে নানান বাহানায় হাতিয়ে নিয়েছে প্রায় ৪ লাখ। এতেও ক্ষান্ত হয়নি দূর্বৃত্ত্বচক্র। গত ৯ জুলাই ঘুরতে যাওয়ার কথা বলে টঙ্গীতে ডেকে মারধরের পর ৩০ হাজার টাকা আদায় করে।
ভুক্তভোগী উত্তরা জেটিসি ট্রেনিং সেন্টারের ওয়েল্ডার মো. শরিফ এই চক্রের খপ্পরে এখন নিঃস্ব। গত ৯ জুলাই টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছেন।
চক্রের হোতা রাজধানীর আশকোনা এলাকার কথিত নিঝুম। চক্রের অন্য সদস্য হচ্ছে নিঝুমের বোন ইমামা। সহযোগী হিসেবে কাজ করে হাবিব ও আরো ৪/৫ জন যুবক।
শরিফ জানান, ৯ জুলাই বৃহস্পতিবার নিঝুম তাকে ডেকে ঘোড়াশাল বেড়ানোর উদ্দেশ্যে এয়ারপোর্টের সামনে থেকে ভাড়া সিএনজিতে রওনা হয়। টঙ্গী আহসান উল্লাহ উড়াল সেতু পার হলে পূর্ব থেকে উৎপেতে থাকা ৪/৫ জন যুবক তাদের পথ রোধ করে। তাকে সিএনজি থেকে নামিয়ে বেধরক পিটিয়ে যখম করে। পরে তার বড় ভাইকে ফোন করে বিকাশে দুই দফায় ১৩ হাজার টাকা নেয়। তার কাছে থাকা ১৭ হাজার টাকাও লুট করে। আরো বেশী টাকার জন্য মারধর করতে থাকলে তার ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
তিনি আরও জানান, দের বছর আগে ফোনে মিসকলে নিঝুমের সাথে তার পরিচয়। এ সময়ে বিভিন্ন সময় নানান বাহানায় তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
কথিত নিঝুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শরিফ নামের কারো সাথে তার পরিচয় নেই বলে জানান।
টঙ্গী পূর্ব থানার সহকারি পরিদর্শক মোঃ মেজবাহ উদ্দিন অভিযোগের বিষয়টি পিবিএ’কে নিশ্চিত করে বলেন, তিনি অন্য ব্যস্ততার কারনে তদন্তে যেতে পারেননি।
পিবিএ/এমএ