গাইবান্ধায় সাজেদুল ইসলাম স্বাধীন শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত

পিবিএ,গাইবান্ধাঃ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য ক্ষাতে বিশেষ অবদান রাখায় গাইবান্ধা জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন সাদুল্লাপুর উপজেলার ৩ নং দামোদর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.জেড.এম সাজেদুল ইসলাম স্বাধীন। ‘শ্রেষ্ঠ চেয়ারম্যান’ নির্বাচিত হওয়ায় তাকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্রেস্ট প্রদান করা হয়।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপ- পরিচালক মোঃ সাইফুল ইসলাম, ডাঃ মোঃ ফারুক আজম নুর, এডিসিসি এন্ড ডিস্ট্রিক কনসালটেন্ট। দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিবার পরিকল্পনার ফেসিলিটেটর আসাদুজ্জামান সরকার।

এক প্রশ্নের জবাবে স্বাধীন বলেন- আমার ইউনিয়নে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও মা ও শিশু বিষয়ক কার্যক্রমে আমি নিষ্ঠার সাথে কাজ করেছি। বাড়ি বাড়ি গিয়ে ভাতা কার্ড করে দিয়েছি। কর্তৃপক্ষ এসব কার্যক্রম দেখ মুগ্ধ হয়ে ক্রেস্ট প্রদান করেছেন। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পিবিএ/কণক আহম্মেদ/এসডি

আরও পড়ুন...