মাগুরায় করোনা আক্রান্তের সংখ্যা ২’শ ছাড়ালো

পিবিএ,মাগুরা: মহামারি করোনা ভাইরাসের আতঙ্কে মাগুরারবাসী। জেলায় করোনা রোগীর সংখ্যা ২’শ ছাড়িয়েছে। গতকাল সোমবার ২০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, মাগুরায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২২ এপ্রিল। আক্রান্তদের মধ্যে জেলা ও দায়রা জজ, পুলিশ সুপারের পরিবারের সদস্যসহ ৭ পুলিশ সদস্য, সদর হাসপাতালের বর্তমান ও সাবেক তত্বাবধায়ক, মহম্মদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১১ জন। জেলায় এ পর্যন্ত করোনায় ৭ জন মারা গেছেন।
সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, সোমবার নতুন শনাক্তের মধ্যে রয়েছে চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক, একজন স্বাস্থ্যকর্মীসহ ২০ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১১ জন। এ পর্যন্ত ২ হাজার ৮৩টি সন্দেহভাজন নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন ল্যাবে পাঠানো। যার মধ্যে রিপোর্ট এসেছে ১ হাজার ৮ শত ২৬ টি। সুস্থ হয়েছেন ১১১ জন। হোম আইসোলেশনে আছে ৮৪ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২ জন। এছাড়া মাগুরা থেকে ৭ জনকে জেলার বাহিরে পাঠানো হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি

আরও পড়ুন...