পিবিএ,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আশরাফ আলী (৫০) নামে এক আম ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ফকিরগঞ্জ-গোগর পাঁকা সড়কের খটশিংগা নামক এলাকা হতে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আম ব্যবসায়ী উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের কালু মোহাম্মদের ছেলে।
নিহত আশরাফ আলীর চাচাতো ভাই তোফাজ্জল হাওলাদার ঠাকুরগাঁওয়ের খবরকে জানান, রবিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আশরাফ। রাতে আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। সোমবার দুপুরে খটশিংগা এলাকায় আশরাফ আলীর মোটর সাইকেলটি রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে তার ছেলের এক স্থানীয় বন্ধু তাকে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে আশরাফের লাশ সনাক্ত করা হয়।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের পর ঘটনার আসল রহস্য জানা যাবে।
পিবিএ/বিধান চন্দ্র দাস/এসডি