ঢাকায় র‌্যাবের পৃথক অভিযানে আটক ২

র‌্যাব ১০ এর হাতে আটক প্রতারক আল আমিন

পিবিএ,ঢাকা: ঢাকা রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। র‌্যাব জানায় ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জনৈক তরুনীর লিখিত অভিোগের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে কথিত প্রতারক আল আমিনকে আটক করা হয়েছে।

মাদক ব্যবাসায়ী আবুল কালাম আজাদ ।

অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে যাত্রাবাড়ী মাছ বাজার এলাকায় অভিযান চালিে আবুল কালাম আজাদ (৪৭) কে ৭০৫০ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৩। এ সময় তার কাছ থেকে এক টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয় ।
র‌্যাব জানায়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ কক্সবাজারের লবণ ব্যবসায়ী। লবণ ব্যবসার আড়ালে সে কক্সবাজার হতে ইয়াবা ব্যবসার সিন্ডিকেট পরিচালনা করত এবং লবণ ব্যবসার আড়ালে নিত্য নতুন কৌশলে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছে।

 

 

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...