সিলেটে ১১ মামলার পলাতক আসামী র‌্যাবের হাতে আটক

পিবিএ, সিলেট: গঞ্জের বাহুবল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলাসহ ১১ মামলার পলাতক আসামী মোঃ লুৎফর রহমানকে গ্রেফতা করেছে র‌্যাব-৯। ৮য়েব্রুয়ারি সোমবার সকাল সাড়ে আটটার দিকে জনৈক ইলিয়াস আহম্মদের টিনসেড বিল্ডিং ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত লুৎফর রহমান স্থানীয় আব্দুসসালামের ছেলে ।

র‌্যাব জানায়,গ্রেফতার কালিন সময় তার দেহ তল্লাশী করে তার কাছ হতে একটি লোহার তৈরী দেশীয় সচল পাইপগান, একটি লাল রংয়ের শর্টগানের কার্তুজ,একটি লোহার তৈরী দেশীয় অচল পাইপগান, একটি সবুজ ও একটি সাদা রংয়ের শর্টগানের কার্তুজ, একটি বাঁশের হাতলযুক্ত ডেগার, দুইটি লোহার শাবল সদৃশ্য ক্রোবার,ও দুইটি ছোড়া উদ্ধার করা হয়।

পিবিএ /এইচকে

আরও পড়ুন...