সোহেল চৌধুরী রানা,সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৯ জনে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহা রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, সম্প্রতি করোনা পরিক্ষার জন্য এ উপজেলা হতে পাঠানো নমুনা থেকে ১৫ জুলাই রাতে নতুন করে আরও ১২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে ৫ জন স্বাস্থ্যকর্মী, উপজেলা খাদ্য অফিসের ১ জন, ব্যাংক কর্মকর্তা ১ জন ও ১ জন গ্রাম পুলিশ সহ সদর ইউনিয়নের ৪ জন রয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১জন মহিলা ও ১১ জন পুরুষ রয়েছে।
তিনি আরও জানান, ১২ জুলাই পর্যন্ত উপজেলায় মোট ৮৩৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১৫ জুলাই পর্যন্ত ৮০৮ টি নমুনা পরিক্ষার ফলাফলের বিপরীতে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭৯ জন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়ে স্বাবাবিক জীবনে ফিরেছেন ৪২ জন।
পিবিএ/সোহেল চৌধুরী রানা/এসডি