পিবিএ,জয়পুরহাট: সুবিধা বঞ্চিত মানুষের দুর্যোগে, দুভোর্গে পাশে আছে মানবিক বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে এক আলোচনা সভা ও তৃতীয় লিঙ্গের মাঝে আদম তমিজী হকের মানবিক বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আজ বেলা ১১ টায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক রাণী চৌধুরী, তৃতীয় লিঙ্গের জয়পুরহাট জেলার সভাপতি ঝুমকা সহ অন্যান্যরা। আলোচনা সভায় তৃতীয় লিঙ্গের নেতারা তাদের প্রতি সাধারণ মানুষের চেয়ে সরকারের আরো বেশি গুরুত্ব ও সহযোগিতা দেওয়ার আহবান জানান।
আলোচনা শেষে জেলার প্রায় শতাধিক তৃতীয় লিঙ্গের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পিবিএ/আবুবকর সিদ্দিক/এসডি