পিবিএ ডেস্ক : ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করা হয়েছিল দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তাতেই বেজায় চটেছেন ইন্দিরার নাতি তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, ‘এই তুলনা আদতে ইন্দিরা গান্ধীকে অপমান করা।’ রাহুলের বক্তব্য, ‘আমার দাদী যা করেছেন তা ভালোবাসা ও স্নেহ থেকেই করেছেন। তিনি সবাইকে নিয়ে পথ চলতে ভালোবাসতেন। মানুষের কথা ভাবতেন, বিশেষ করে দেশের গরিব মানুষদের কথা। কিন্তু মোদীর সব সিদ্ধান্তের পিছনে কাজ করে তীব্র রাগ ও ঘৃণা। তিনি দেশকে ভাগ করতে চাইছেন। দুস্থ ও গরিব মানুষদের জন্যে তার মনে কোনও সহানুভূতি নেই।’
তবে রাহুলের সঙ্গে সহমত নন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে নমো যে সংখ্যক ওয়েলফেয়ার প্রকল্প শুরু করেছেন, তা একমাত্র তুলনীয় ইন্দিরা গান্ধীর উদ্যোগের সঙ্গে। তাদের মতে, ইন্দিরা গান্ধী মসনদে থাকাকালীন শক্ত হাতে সরকারের রাশ ধরে রেখেছিলেন। সেই সময়ে প্রত্যেক মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার কথাতেই নেওয়া হত। পিএমও ছিল সর্বশক্তিমান। নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
কিন্তু এই দাবি মানতে নারাজ রাহুল গান্ধী। দেশের প্রত্যেক দফতর মোদীর স্বৈরাচারী মনোভাবের শিকার হচ্ছে বলেই তার দাবি। ব্রিটিশদের মতোই মোদীও মনে করে ভারতের রাজা তিনি। তার বক্তব্য কংগ্রেস এই মনোভাবে বিশ্বাসী নয়। তিনি বলেন, ‘মোদী ভারতের চেয়ে বড় হতে পারেন না। দেশ, ব্যক্তি এবং বিষয়ের থেকে অনেক উপরে।’
পিবিএ/জিজি