পিবিএ,নড়াইল: নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ সাহাবুর রহমানসহ ২৪জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১২জন, লোহাগড়া উপজেলায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ সাহাবুর রহমানসহ ৮জন, এবং কালিয়া উপজেলায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও ১২জন চিকিৎসকসহ সর্বমোট ৪৮৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ২১৩জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৮জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১৬জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।
পিবিএ/শরিফুল ইসলাম/এসডি