খোকসার দীপচর অঞ্চলের মানুষের কান্না দেখার কেউ নেই

পিবিএ,কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দ্বীপচর অঞ্চলের মানুষের কান্না দেখার কেউ নেই। এখানে গড়াই নদীর একটি চর’কে ঘিরে গড়ে উঠেছে প্রায় তিনশত পরিবারের বসবাসের কেন্দ্র। কিন্তু বর্ষার মৌসুমে নদীতে পানি বাড়ার ফলে দীপচর এর চারপাশে পানি উঠে যাওয়ায় বসবাসরত মানুষের যাতায়াতের সুব্যবস্থা ছিল না এনিয়ে তারা অনেকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি ব্রিজের জন্য আবেদন জানায়, অবশেষে সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে দ্বীপচর এলাকায় একটি ব্রিজ নির্মাণের টেন্ডার পাস হয়। কাজটি পাই একটি ঠিকাদার প্রতিষ্ঠান এবং তারা কাজ শুরু করতে থাকে। কিন্তু কাজের প্রথম থেকেই দ্বীপচর এলাকাবাসী ওই ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি অভিযোগ তোলে যে নিম্নমানের সরঞ্জাম ও শিডিউলের নিয়ম ভঙ্গ করে কাজ করে আসছে। এবং এলাকাবাসী আরও অভিযোগ তুলেছে ওই ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক তুষারের সঙ্গে কথা বলতে গেলে তুষার তাদের’কে ছাত্রলীগসহ রাজনৈতিক ভয়-ভীতি দেখায় এবং সিডিউল দেখতে চাইলে তা দেখাইনি। এ বিষয়ে ভূমিহীন নেতা ফরহাদ এর সঙ্গে কথা বললে তিনি প্রতিবেদক’কে বলেন, আমরা অনেকবার ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক তুষার এর সঙ্গে কাজের অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে তিনি আমাদেরকে রাজনৈতিক ভয়-ভীতি দেখিয়েছে ও বলেন চাঁদাবাজির মামলা দিয়ে দিব। প্রায় ২৮ লক্ষ ৪০ হাজার টাকার কাজের মধ্যে আনুমানিক তিনি ১০ লক্ষ টাকা এই ব্রিজ নির্মাণে খরচ করেছে আমরা যা ধারণা করছি। এর ফলে এখন নদীতে পানি বেড়ে যাওয়ায় ব্রিজের এক থেকে দুই হাত উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যার কারণে আমাদের পারাপারের বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানাই, আমি সরোজমিনে গিয়ে দেখেছি ব্রিজের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এর কারনে চরাঞ্চলের লোকজনের যাতায়াত এর সমস্যা সৃষ্টি হচ্ছে আমি সরকারের কাছে আহ্বান জানাই সরকার যেনো এটি পুনরায় সংস্কার করে।

এ বিষয়ে ওই ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক তুষার এর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হলে খোকসা উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তিনি বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে আমি গত কয়েকদিন হল এই উপজেলায় নতুন যোগদান করেছি বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি।

পিবিএ/শেখ সবুজ আহমেদ/এসডি

আরও পড়ুন...