লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আবীর আকাশ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় আলতাফ হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর রাতে রামগতি উপজেলার সোনাপুর- লক্ষ্মীপুর সড়কের বড়খেরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ উপজেলার চরগাজী এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি স্থানীয় মুন্সীরহাট বাজারের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন জানান, ব্যবসায়ী আলতাফ শুক্রবার ভোর রাতে সিএনজিচালিত অটোরিক্সাযোগে লক্ষ্মীপুর থেকে নিজ এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অটোরিক্সার সামনে চালকের পাশের আসনে বসা আলতাফ অসাবধানতাবশত সড়কে ছিঁটকে পড়েন। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/এসডি

আরও পড়ুন...