পিবিএ,পীরগঞ্জ ( রংপুর ): রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে পীরগঞ্জ উপজেলার ১৩০ টি মসজিদসহ মোট ১৭৫টি , বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে ৩০ হাজার মাস্ক ও ২ হাজার ৫’শ হাত ধোয়ার এন্টিসেপ্টিক সাবান প্রদান করেছেন
সহকারি অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল।
জানাযায় করোনা পীরগঞ্জের সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক ও রংপুর জেলার শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ঠিকাদার করোনা প্রতিরোধ যুদ্ধের অদম্য মানবিক যোদ্ধা জাহিদুল ইসলাম রুবেল এর প্রতিনিধিগন বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জায় গিয়ে গিয়ে এসব মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরন করছেন।
এব্যপারে জাহিদুল ইসলাম রুবেল স্থানীয় সাংবাদিকদের বলেন- করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া ও মুখে মাস্ক ব্যবহার করা কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ মুখে মাস্ক ব্যবহার করতে চায়না। তাই আমি মানুষকে মাস্ক ব্যবহারের জন্য মাস্ক বিতরন কার্যক্রম শুরু করেছি। উপজেলার সকল ধর্মীয় উপসনালয়ে মাস্ক বিতরন অব্যহত থাকবে।
এর আগে দেশে লক ডাউন শুরু হলে তিনি উপজেলার ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।
পিবিএ/শাহ্ মোঃ রেজাউল করিম/এসডি