খালেদা জিয়ার জামিন আরো এক বছর বৃদ্ধি

khaleda-zia-cort-500

পিবিএ,ঢাকা: দুই মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আরো এক বছর বাড়িয়েছে আদালত।

মঙ্গলবার ( ৫ ফেব্রুয়ারি) বিচারপতি আ: হাফিজ ও বিচারপতি মুহিউদ্দিন শামীমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার পক্ষে করা আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট এএইচএম কামরুজ্জামান মামুন ও ফাইয়াজ জিবরান মইন।

ঢাকার মামলাটি করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ও নড়াইলের মামলাটি করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। মামলাগুলোতে এর আগে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন খালেদা জিয়া।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর একটি মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় রায়হান ফারুকী ইমাম বাদি হয়ে মামলাটি করেন।

এ মামলায় গত বছরের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

পিবিএ/এফএস

আরও পড়ুন...