দিনাজপুরে ১ হাজার ১৪৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ২২ জন

রফিকুল ইসলাম ফুলাল,দিনাজপুর: নতুন করে আরো ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্তসহ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪৬ জন। এ সময়ে মধ্যে করোনা আক্রান্ত ৬৮২ জন রোগী সুস্থ হয়ে নিজ বাড়ীতে ফিরে গেছেন। জেলায় এ পর্যর্ন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুছ সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে ৮টা আগের ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ১ হাজার ১৪৬ জনে। নতুন ২০ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮২ জন। এছাড়াও আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্ত ৩৩ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলাতেই ১৭ জন, বিরামপুরে ৫ জন, পার্বতীপুরে দুইজন, বীরগঞ্জে দুইজন, বিরলে দুইজন, কাহারোলে একজন, হাকিমপুরে একজন ও নবাবগঞ্জে উপজেলায় ৩ জন। আর নতুন সুস্থ ২০ জনের মধ্যে সদরে ৫ জন, পার্বতীপুরে ৭ জন, চিরিরবন্দরে ৫ জন, বিরলে দুইজন ও ফুলবাড়ী উপজেলায় একজন।

তিনি জানান, এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন, বিরামপুরে দুইজন, বীরগঞ্জে দুইজন, বোচাগঞ্জে দুইজন, চিরিরবন্দরে ৪ জন, ফুলবাড়ীতে দুইজন, কাহারোলে একজন, খানসামা একজন, নবাবগঞ্জ দুইজন ও পার্বতীপুরে উপজেলায় একজন। তিনি জানান, দিনাজপুর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২১ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ২৩ জন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ১২২টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩৩ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৬৭টসহ এ পর্যন্ত ৮৮৫৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

আর গত ২৪ ঘন্টায় ১২২টিসহ ৮৮০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৫৩ জনসহ এ পর্যন্ত ১৫৪৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আর বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৪১৭ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১০ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন ও ২২ জনের মৃত্যু হয়েছে ।

পিবিএ/এসডি

আরও পড়ুন...