পিবিএ,হাটহাজারী(চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারীতে প্রধানমন্ত্রী কর্তৃক মসজিদের অনুদানের ৫ হাজার
টাকা কৌশলে আত্মসাতের অভিযোগ করেছে মসজিদ কমিটি।গত ৯ জুলাই চট্টগ্রামের
জেলা প্রশাসক বরাবরেয় লিখিত অভিযোগ করেন বর্তমান মসজিদ কমিটি।
অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত
রুহুল্লা সিকদার বাড়ি পুরাতন জামে মসজিদ নাম ব্যবহার করে নকল সীল ব্যবহার
করে ৫হাজার টাকা উত্তোলন করেন মো. এমরান। মসজিদ কমিটির অজান্তে
ইউপি-সদস্যকে নিয়ে ইউপি-চেয়ারম্যান হতে টাকা গুলো গ্রহন করেন। বর্তমান
রুহুল্লা সিকদার বাড়ি পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ
সম্পাদক যথাক্রমে মোহাম্মাদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মাদ জসিম উদ্দিন
সিকদার।
অভিযোগের সুত্রে জানা যায়, দক্ষিণ পশ্চিম মেখল এলাকায় ১৬০২ খৃষ্টাব্দে
স্থানীয় এলাকাবাসীর সুবিধার্থে জুমার নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটি
প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৯০ খৃষ্টাব্দে মসজিদটি পুননির্মাণ করা হয়।
মসজিদ পরিচালনার জন্য স্থানীয় মুসল্লীরা সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি’র
উল্লেখিত দুই ব্যক্তিকে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মো. জহুরকে অর্থ
সম্পাদক ও অন্যদের নিয়ে একটি পরিচালনা কমিটি সর্বসম্মতি ক্রমে গঠন করেন।
ওই কমিটির নামে ইসলামী ব্যাংক হাটহাজারী শাখায় একটি হিসাবও রয়েছে।
সম্প্রতি সরকারের পক্ষ থেকে সারাদেশের মত উক্ত মসজিদের নামে ৫ হাজার
টাকার অনুদান বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কমিটির অগোচরে রুহুল সিকদার বাড়ী
জামে মসজিদের নামে প্যাড ও সিল তৈরি করে জনৈক মো. এমরান কমিটির সভাপতি
সেজে গত ১৮ জুন ইউনিয়ন পরিষদ সরকারিভাবে বরাদ্দকৃত টাকা থেকে তুলে নিয়ে
আসে। বিষয়টি অবহিত হয়ে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ৯ জুলাই জেলা
প্রশাসক বরাবরে লিখিত আবেদন করা হয়।
অর্থ গ্রহণকারী মুহাম্মাদ এমরান সিকদার সাংবাদিকদের বলেন, ওয়ার্ড ইউপি
সদস্য অনুরোধে ইউনিয়ন পরিষদ থেকে অর্থ গ্রহণ করেছি। তবে অনুদানের অর্থ
মসজিদ রক্ষণাবেক্ষণকারীর হাতে দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি।
পরবর্তীতে মসজিদের পক্ষে কেউ অনুদানের অর্থ গ্রহন না করায় তিনি যথানিয়মে
গ্রহণকৃত সরকারি অর্থ স্থানীয় ওয়ার্ড মেম্বারের মাধ্যমে ইউনিয়ন পরিষদে
ফেরত প্রদান করি।
এ ব্যাপারে ৮নং মেখল ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী সাংবাদিকদের
বলেন, গত ১৪ জুলাই এমরান সিকদার টাকাগুলো ইউনিয়ন পরিষদে ফেরত দিয়েছেন।
তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করে টাকাগুলো পুনরায় উপজেলা
নির্বাহী অফিসারের হাতে ফেরত দিয়েছেন বলে জানান।
পিবিএ/মোহাম্মদ হোসেন/এসডি