নোয়াখালীতে যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ

আত্মহত্যা

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনীতে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। গতকাল শহরের করিমপুর সিঙ্গার রোডের নুরানী মসজিদ মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, ইভটিজিং এর প্রতিবাদ করায় সন্ত্রাসী সুমন বাহিনীর সদস্যরা আমাদের লোকজন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশের হাত থেকে বাঁচতে সুুুুুুমন মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্টো আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত দোষি ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তি দাবী করছি।
এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপুসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এলাকাবাসী জাহাঙ্গীরের পক্ষে সিঙ্গার রোডে বিক্ষোভ মিছিল বের করে।
পিবিএ/ইয়াকুব নবী ইমন/এসডি

আরও পড়ুন...