ওবায়দুল কবির সম্রাট,কয়রা: মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে কয়রা উপজেলা ছাত্রলীগ।
১৭ জুলাই বিকালে কয়রা উপজেলা মহেশ্বরীপুর ইউনিয়নের ডিম কে এস এ গিলাবাড়ি পি জি ইউনাইটেড একাডেমী মাঠে চারা রোপনের মাধ্যমে চতুর্থ ধাপে বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়।
এসময় মাঠের চারপাশে রোপণ করা হয় ফলদ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেক নেতা কর্মীকে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করে কয়রা উপজেলা ছাত্রলীগ ও মহেশ্বরীপুর ইউনিয়ন ছাত্রলীগ।
বৃক্ষরোপন উদ্বোধন অনুষ্ঠানে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে কেন্দ্রীয় ছাত্রলীগ সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। সে পরিপ্রেক্ষিতেই শুক্রবার চতুর্থ ধাপে মহেশ্বরীপুর ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ বাঁচাতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।বৃক্ষরোপণ কর্মসূচিতে কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ সভাপতি তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ সহ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা, রিজভী, বিল্লু,রাজু, ফেরদাউস, আঃ রহমান, রাজা, জুবায়ের, আশিক মেহেদী, মোস্তাফিজ, শান্ত, নিতিশ,তুহিন, উজ্বল, তুফান, আবু, জাফর, হাসান, সম্রাট,আহসান, মনিরুল, শরিফুল, বিপুল মন্ডল, অর্পন মন্ডল, রাকেশ মন্ডল, রাকেশ, সুমন মন্ডল, মলয় রায়, হাবিবুল্লাহ প্রমূখ।
পিবিএ/এসডি