পিবিএ,নড়াইল: দূনীতি দমন কমিশনার(তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের পক্ষ থেকে নড়াইলে এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। শনিবার শহরের তাসরিন সুলতানা হাফিজিয়া নুরানি মাদ্রাসায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম দূনীতি দমন কমিশনার(তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের পক্ষ দুঃস্থদের মাঝে নগত অর্থ বিতরণ করেন। ২৬ জন এতিম ও দুস্থ শিক্ষার্থীর মাঝে এ অর্থ দেয়া হয়।
পরে করোনা মহামারী থেকে মুক্তি পেতে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া, সমাজ সেবক মোঃ ফারুক হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
পিবিএ/শরিফুল ইসলাম/এসডি