পিবিএ,ঢাকা: একটি সত্যি ঘটনা আশা রাখি সবার উপকারে আসবে। আমার এক বন্ধু নিজ জমিতে বাড়ি করছেন আর্থিক কারণেই সে একটি ফ্ল্যাট বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন দেখে এক ক্রেতা তাকে ফোন করেছে আমি ঢাকার বাইরে সিরাজগঞ্জে থাকি আমি একটি ফ্লাট আপনার এখানে কিনতে চাই। আগামী দু-একদিনের মধ্যে আসব আপনি একটু আপনার ঠিকানাটা দিবেন।
ক্রেতার আগমন শুনে বন্ধুর খুবই ভালো লাগছে। যদি তার ফ্ল্যাট বিক্রি হয় তার আর্থিক সমস্যার সমাধান হবে। পরের দিন ক্রেতা বললো আমি ব্যক্তিগত গাড়ি নিয়ে সপরিবারে ঢাকায় রওনা হচ্ছি আশা করি বিকেলের মধ্যে পৌঁছে যাব। দুপুরবেলা সে ক্রেতা তাকে ফোন করে বলে ভাই ঢাকার কাছাকাছি আমার গাড়িটি দুর্ঘটনা ঘটেছে আমি একটি গ্যারেজে যাচ্ছি রিপেয়ার করে আমি আসবো ।কিছুক্ষণ পরে সে আবার ফোন করে বলে ভাই আমার গাড়ি কি ঠিক করার জন্য ৩০ হাজার টাকা লাগবে আমার কাছে ২0,000 আছে ১০,০০০ টাকা শর্ট পড়েছে আমি গ্যারেজ মালিককে দিচ্ছি একটু কথা বলেন। আমার সরল বন্ধু সরল মনে গ্যারেজ মালিককে বললেন যে আপনি একটি চেক রেখে তাকে ছেড়ে দিতে পারেন অথবা আপনি বিকাশ নাম্বার দেন আমি আপনাকে বিকাশ করে দিচ্ছি। প্রতারককে উদ্দেশ্য এটাই ছিল আমার সেই বন্ধু সরল মনে বিকাশে ১০হাজার টাকা পাঠিয়ে তাকে বলল আমি টাকা পাঠিয়ে দিয়েছি। আপনি গাড়ি নিয়ে চলে আসেন সেই ক্রেতার আর দেখা মিলল না ।বন্ধুরা এটা শেয়ার করার উদ্দেশ্য হলো এই প্রতারকদের কারণেই সামাজিক জীবনে অনেক অবিশ্বাস জন্ম হয় এবং মানবতা বিলুপ্ত হচ্ছে ।আশা করি আমরা সাবধানে চলবো এবং এরকম প্রতারণার শিকার হওয়ার আগে কৌশলে প্রতারণাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব।
ধন্যবাদ সবাইকে।
পিবিএ/এমআর
সূত্র : মামুন সরকার’র ফেসবুক প্রোফাইল থেকে নেয়া