মারুফ সরকার ,বিনোদন: দীর্ঘ দিনের সাধারণ ছুটি কাঁটিয়ে আবারও কাজে সরব হয়েছেন শোবিজ অঙ্গনের মানুষেরা। পিছিয়ে নেই গানের স্টুডিও। প্রতিনিয়ত স্টুডিওতে চলছে নতুন গানের রেকর্ডিং। তারই ধারাবাহিকতায় ক্রাউন মিউজিকের ব্যানেরে সম্পূর্ণ হলো ঈদ স্পেশাল ফিকশন ‘হ্যাকড লাভস্টোরি’ গানের রেকর্ড । শোয়েব চৌধুরীর কথায় ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন মনির হোসেন, সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ। ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে ঈদের জন্য নির্মিত ফিকশনটি পরিচালনা করেছেন আবু হায়াৎ মাহমুদ। নাটকটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, তানিয়া বৃষ্টি, মিশু সাব্বির সহ আরো অনেকে।
গানটি প্রসঙ্গে শোয়েব চৌধুরী বলেন, ‘ঈদের জন্য নির্মিত একটি ফিকশনের জন্য গানটি করা। গানের কথায় একটা দরদ আছে। দর্শক গানটি উপভোগ করবে। সব মিলিয়ে সুন্দর একটি কাজ হয়েছে।’
রানা আকন্দ বলেন, ‘গানের কথাগুলোর প্রতিটি শব্দে একটা মায়া আছে। সুরটিও চমৎকার। শিল্পী মনির হোসেন এর গায়কীতে দরদ ছিল। আমি চেষ্টা করেছি গানটি যত্ন নিয়ে ভালো করতে। বর্তমান সময়ে গানটি ভিন্ন মাত্রা যোগ করবে। আশা রাখছি দর্শক নিরাশ হবে না।’
পিবিএ/মারুফ সরকার/এসডি