আপনার দেখবেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা; অফিসারদের সিইসি

EC_PBA
ফাইল ছবি

পিবিএ,ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা রিটার্নিং অফিসার ও এক্সিকিউটিভ অফিসারদের বলেছেন, ভোটাররা দেখেবেন নির্বাচনে কে জয়ী হবেন আর আপনারা দেখবেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা।

মঙ্গলবার ( ৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিউটে (ইটিআই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও এক্সিকিউটিভ অফিসারদের প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, আজ আমাদের কমিশনের সবাই একটা কথাই বলেছেন যে আইনানুগ নির্বাচন করতে। তাই আমিও বলবো যে আপনারা সবাই আইনানুগ নির্বাচন করেন। কারণ আপনারা সবাই মাঠপর্যায়ে কাজ করেন। কেউ কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন না করে সেটা আপনাদেরই নিশ্চিত করতে হবে। আপনারা যদি নিরপেক্ষ মনোভাব নিয়ে প্রার্থীদের কাছে যান তাহলে দেখবেন প্রার্থীরাও সুষ্ঠু নির্বাচন করতে আপনাদের সহায়তা করছেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...