পিবিএ,কুমিল্লা: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২০ জুলাই ২০২০ইং তারিখ আনুমানিক ভোর ০৫.৩০ ঘটিকার সময় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দাউদকান্দি ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ১১,১২৫ (এগার হাজার একশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের নাম-ঠিকানা ১। মোহাম্মদ নাসির (৩৭), পিতা- মৃত ছোট মিয়া, সাং- তেমহনী, থানা- সাতকানিয়া, ২। মোঃ গিয়াস উদ্দিন(৪০), পিতা- মোঃ ইদ্রিস, থানা- রাঙ্গুনিয়া, উভয় জেলা- চট্রগ্রাম বলে জানা যায়।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলা হতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে ট্রাক যোগে ঢাকার দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি উল্লেখিত স্থানে ট্রাকটির গতিরোধ করে ০২ জনকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে ১১,১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ০৩ টি মোবাইল ও নগদ ৯,২০০/- টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কক্সবাজার জেলা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
পিবিএ/এসডি