টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ১২শ ছাড়াল

বিভাস কৃষ্ণচৌধুরী,টাঙ্গাইল: টাঙ্গাইলে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে করে জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে।

জেলায় নতুন করে আরো ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২২৫ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, কালিহাতী ৮ জন, মির্জাপুরে ২ জন, বাসাইল ৪ জন, নাগরপুর ২ জন রয়েছেন।

মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়, ঢাকায় পাঠানো নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হন। করোনায় জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে (আজ পর্যন্ত) ৬১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাসভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল পৌরসভার ১৪নং ওয়ার্ড আদালত পাড়া কাউন্সিলর কামরুল হাসান মামুন এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়। এছাড়া সদর উপজেলার বাসিন্দা ঢাকা মেডিকেলের এক চিকিৎসক আক্রান্ত হন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের ল্যাব টেকনোলজিস্ট, একই উপজেলার সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি করোনায় আক্রান্ত হন।

এছাড়া কালিহাতী উপজেলায় মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে

পিবিএ/এসডি

আরও পড়ুন...