পিবিএ,তাহিরপুর(সুনামগঞ্জ): সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানান,
মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ২৫ সে. মি. ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সেই সাথে সীমান্ত নদী যাদুকাটাসহ সুনামগঞ্জে সকল নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত অব্যহত থাকায় আবার বন্যা পরিস্থিতির চরম অবনতি দিকে যাচ্ছে
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৩য় দফা বন্যায় উপজেলার ৭ ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়েছে। সেই সাথে রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে গিয়ে আন্ত উপজেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।এদিকে অতি বৃষ্টিপাতের কারণে উজান থেকে পাহাড়ি ঢলের পানি নেমে আসায় বিপদ সীমার উপর দিয়ে সীমান্ত নদী যাদুকাটা প্রবাহিত হচ্ছে। যার ফলে তাহিরপুর উপজেলায় বন্যার আরও অবনতি হওয়ায় বাড়ছে বানভাসিদের দূর্ভোগ।
পিবিএ/কামাল হোসেন/এসডি