রহমত উল্যাহ, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে আব্দুস সাত্তার(৩৫) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের ভিপি মিজান রোডের আবু মিয়া বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর এ ঘটনা ঘটে।
নিহত রিকশাচালক আবদুস সাত্তার নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মইচরা গ্রামের কালু মিয়ার ছেলে।
স্থানীয়দের তথ্যমতে, সে গত ২০-২৫ দিন আগে চাটখিল উপজেলায় আসে। তার এক খালাতো ভাইয়ের সাথে চাটখিল ১১নং পোল এলাকায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। এর আগে সে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্বৃত্তরা বুকে ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যাটারি চালিত অটোরিকশা ও পকেট থেকে টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু তার ব্যবহৃত মোবাইলটি পাওয়া যায় নি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিবিএ/এসডি