কালিয়াকৈর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফজলে রাব্বি, কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার পরিবেশন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা প্রশাসন তুরাগ সিএনজি পাম্পে একটি হোটেলকে ৫০০ টাকা, একটি মুদি দোকানকে ১০০০ টাকা, বটতলায় একটি মুদি দোকানকে ৫০০ টাকা, উপজেলা পরিষদের সামনে একটি ফার্নিচার দোকানকে ১০০০ টাকা, তানভীর হোটেলকে ২০০০ টাকা,খান রাধুঁনি হোটেলকে ২০০০ টাকা মোট – ৭,০০০/ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও জনসচেতনতার জন্য গোয়ালবাথান,চান্দুরা, বাড়ইপাড়া,চাতৈল ভিটি,দরবাড়িয়া এলাকা পরিদর্শন করেন কালিয়াকৈর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী হাফিজুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, জনাব মোঃ আব্দুস সাত্তার, কালিয়াকৈর থানার উপপরিদর্শক এস আই শামসুদ্দোহাসহ অন্যান্যরা।

পিবিএ/এসডি

আরও পড়ুন...