মেহেরপুরের ভাষা সৈনিক সিরাজুল ইসলামের ইন্তেকাল


পিবিএ,মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বিশিষ্ট ভাষা সৈনিক সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। তিনি মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি সেলিম আহমেদের পিতা।

বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

ভাষা সৈনিক সিরাজুল ইসলামের মরদেহ বুধবার বিকেলে নিজ গ্রাম কাজীপুর গ্রামে পৌঁছেছে। সন্ধ্যার পূর্বে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

ভাষা সৈনিক সিরাজুল ইসলাম ১৯৫২ সালে মেহেরপুর মডেল ইংরেজি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি মাতৃভাষা বাংলার দাবীতে সহপাঠিদের নিয়ে ঢাকায় আন্দোলনকারীদের সমর্থন করে সভা-সমাবেশে অংশ নিয়েছিলেন।

পিবিএ/সাহাজুল সাজু/এমএ

আরও পড়ুন...