আর্চার না খেললেও ইংল্যান্ডের সমস্যা হবে না

পিবিএ,ডেস্ক: হোক ইতিবাচক কিংবা নেতিবাচক- নিয়মিত খবরের শিরোনামে পরিণত হওয়া যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ক্যারিবীয় বংশোদ্ভূত পেসার জোফরা আর্চার। সবশেষ তিনি আলোচনায় এসেছেন দলের করোনা প্রোটোকল ভঙ্গ করে। সাউদাম্পটন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পথে বাসায় গিয়েছিলেন আর্চার। যা নষ্ট করেছে বায়ো সিকিউর বাবল।

এই ভুলের কারণে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলতে পারেননি আর্চার। তবে দুইবার করোনা-নেগেটিভ প্রমাণিত হওয়ার পর তৃতীয় ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন আর্চার। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। আর্চার মনে করছেন করোনা প্রোটোকল ভঙ্গ করার ঘটনায় মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন তিনি। ফলে শেষ ম্যাচে নাও খেলতে পারেন।

ইংল্যান্ডের শীর্ষস্থানীয় দৈনিক ডেইলি মেইলে নিজের কলামে আর্চার লিখেছেন, ‘এই সপ্তাহ পুরোটাই আমার জন্য খুব কঠিন ছিল। আইসোলেশনে পাঁচটি দিন আমাকে অনেক কিছু ভাবিয়েছে, বুঝিয়েছে আমি কোথায় আছি। আমি সবসময়ই মাঠে শতভাগ দেই। যদি আমি সেই নিশ্চয়তা না দিতে পারি, তবে মাঠে নামব না।’

আর্চারের এমন কথার সঙ্গে সহমত পোষণ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনিও মনে করেন, শেষ ম্যাচে প্রয়োজনে আর্চারকে দলের বাইরেই রাখা উচিৎ। কেননা ইংল্যান্ডের পেস ডিপার্টমেন্টে এখন যথেষ্ঠ গোলাবারুদ রয়েছে। যার ফলে আর্চার না খেললেও ইংল্যান্ডের কোনো সমস্যা হবে না।

ক্যারিবীয় বংশোদ্ভূত এ পেসারের সাম্প্রতিক এই ঘটনা নিয়ে দ্য টেলিগ্রাফে বৃহৎ এক কলাম লিখেছেন ভন। যেখানে তিনি আর্চারের কলামের প্রায় প্রতিটি কথাই আলোচনা করেছেন, জবাব দিয়েছেন ভুল কথার আবার সহমত দিয়েছেন অনেক বিষয়ে। নিজের কলামের শেষদিকে গিয়ে আর্চারকে শেষ ম্যাচে না রাখার কথাই বলেছেন ভন।

তিনি লিখেছেন, ‘আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। তাদের মধ্যে অনেকেই সত্যিকারের আমাকে চেনে না। তারা একজন ক্রিকেটার হিসেবে চেনে আমাকে কিন্তু ব্যক্তি আমাকে চেনে না। জোফরার ক্ষেত্রেও বিষয়টা একই। তার সতীর্থ এবং টিম ম্যানেজম্যান্ট সত্যিকারের জোফরাকে চেনে না।’

‘আর্চারের ক্ষেত্রে ইসিবি (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড) ভুল করতে পারে না। তাদের আলোচনায় বসতে হবে এবং কীভাবে আর্চারকে বোঝা যায় তা শিখতে হবে। হয়তো তাকে (আর্চার) সপ্তাহখানেকের জন্য বাড়ি যেতে দেয়াই এখন সঠিক সিদ্ধান্ত হবে। সে নিজেও পত্রিকায় লিখেছে তার হয়তো বিরতি লাগতে পারে। যখন একজন খেলোয়াড় এভাবে বিরতির কথা বলে, তার মানে অবশ্যই তার বিরতির প্রয়োজন।’

‘আর্চারকে ছাড়াও জেতার মতো যথেষ্ঠ গোলাবারুদ রয়েছে ইংল্যান্ডের। বেঞ্চে জেমস অ্যান্ডারসন, মার্ক উডরা বসে আছেন। আর্চার গত কয়েকদিনে যে অবস্থার ভেতর দিয়ে গেছে, আমার মনে হয় তার পাকিস্তানের বিপক্ষে সিরিজেই ফেরা উচিৎ।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের দুই ম্যাচ শেষে দুই দলই জিতেছে একটি করে। শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। যেখানে হয়তো নাও দেখা যেতে পারে গতিতারকা জোফরা আর্চারকে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...