মনির হোসেন জীবন,ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আঃ শুক্কুর (৪৩), আঃ রহমান (৩৩) ও মোঃ সেলিম (২৩)।
ডিএমপির যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ আঃ শুক্কুর ও আঃ রহমানকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শাহিনুর রহমানের নেতৃত্বে একই রাতে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় পৃধথ একটি অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ মোঃ সেলিমকে গ্রেফতার করা হয়। পুলিশ জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা মাদক বেঁচাকেনার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।আজ সকালে জিঞ্জাসাবাদ শেষে তিন মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পিবিএ/এসডি