পিবিএ,উভ/ শ্রীমঙ্গল, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩১ টি ডিমে বাচ্চা ফুটেছে অজগরের। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি অজগর সাপের ডিম থেকে বাচ্চা ৩১ টি বাচ্চা ফুটছে।
গতকাল বুধবার মধ্যরাত থেকে অজগরের তা দেওয়া ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করে। বৃহস্পতিবার দুপুরে একে একে বাচ্চাগুলো পৃথিবীর আলো দেখতে পায়।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে গিয়ে দেখা যায়, ডিম থেকে বের হওয়া বাচ্চাগুলো নিজেদের ভিতর জড়িয়ে রয়েছে।
জানা জায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার সীমান্তের দিনারপুর পাহাড়ের একটি লেবুর বাগান থেকে অজগরটি উদ্ধার হওয়ার পর চতুর্থ দফায় গত ৯ জুন রাতে অজগরটি ৩২টি ডিম দেয়। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে অজগরটি নিজেকে বৃত্তাকারে গুটিয়ে ডিম ঢেকে রেখে তা দিতে শুরু করে।
এর আগে ওই অজগরটি প্রথম ২০০৪ সালের মে মাসে ৩২টি ডিম দেয়। ডিম পাড়ার ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল। ২০০৬ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়। সেবার ৫৯দিন পর বাচ্চা ফুটেছিল ৩২টি। সর্বশেষ ২০১১ সালের মে মাসে ৩০টি ডিম দেয়। তখন ডিম থেকে বাচ্চা হয়নি। ২০১৯ সালে আবার ২২ টি বাচ্চা ফুঠেছিলো।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ৩১টি ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করেছে। সব গুলো ডিম ফুটার পরে লাউয়াছড়া কিংবা সাতছড়ি অবমুক্ত করা হবে। তিনি আরও বলেন, খাঁচার ভেতর ডিম দেয়ার পর দীর্ঘ ৬০ দিন কিছু না খেয়ে ডিমে তা দিয়ে সফলভাবে বাচ্চা ফুটাতে শুরু করে অজগরটি। হবিগঞ্জের বাহুবল উপজেলার সীমান্তে দিনারপুর পাহাড়ের একটি লেবু বাগান থেকে এই অজগরটি উদ্ধার করা হয়। তখন থেকে একটি পুরুষ অজগরের সংগে এটি তাদের তত্ত্বাবধানে রয়েছে। এর আগে যতগুলো বাচ্চা ফুটেছে তা বনে অবমুক্ত করা হয়েছে।
পিবিএ/তোফায়েল পাপ্পু/এসডি