করোনার ভূয়া ঔষধ বিক্রির দায়ে যুবকের কারাদন্ড

পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে করোনার ভূয়া ঔষধ বিক্রির দায়ে এক যুবক কে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত জোতওসমান কাগজকুটা গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফজলুর রহমান বলেন,আটক যুবক মো.শুভ (২১) ওই গ্রামের অশিক্ষিত মানুষকে সে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে বলে আমার কাছে করোনার ঔষধ রয়েছে। যা খেলে কোন দিন কেউ করোনায় আক্রান্ত হবে না। বিষয়টি সন্দেহে হলে তাৎক্ষনিক ওই যুবককে গ্রাম পুলিশ দিয়ে আটক করা থানায় সোর্পদ করা হয়। আটক যুবক কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলমারী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায়ের ভ্রাম্যমাণ আদালতে জনগণকে বিভ্রান্তি করার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

পিবিএ/রেজুয়ান আলম/এসডি

আরও পড়ুন...