রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধা: থেমে থেমে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাঁহাড়ি ঢলে গাইবান্ধার ব্রম্মপুএ, ঘাঘট, করতোয়া এবং তিস্তা নদীর পানি শুক্রবার বিকেল থেকে আবারো বাড়তে শুরু করেছে।এতে করে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।আগামি ২৬ জুলাই পর্যান্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে ধারনা করেছেন পানি উন্নয়ন বোর্ড।
চলমান বন্যার জেলার সুন্দরগঞ্জ, সাহাঘাটা, ফুলছড়ি এবং সদর উপজেলার পানি বন্দী হয়ে পড়েছে ৩০টি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ।চরাঞ্চল ও নদী তীর-বতী এলাকার উঁচু এলাকার আশ্রয় নেওয়া এবং আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে কোমর পরিমান পানির মধ্যে বাড়িতে অবস্থান করছেন। মানুষের মধ্যে শুকনো খাবার ও জ্বালানির অভাবে খাদ্য সংকটে দেখা দিয়েছে।বাঁনভাসি মানুষের দিন কাটছে এক বেলা খেয়ে আর এক-বেলা না খেয়ে।
একই সাথে শিশু খাদ্য বিশেষ করে খাদ্য নিয়ে পড়েছে চরম বিপাকে।যে পানিতে পয়:নিষ্কাশন সেই পানিতে গোসল,,খাবার বাধ্য হয়ে সেই পানিই পান করছেন বাঁনভাসি মানুষেরা। এানের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটেরর দাবি বন্যার্তদের।
পিবিএ/এসডি