পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে মুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা। দিনরাত নিরলস পরিশ্রম করে কোরবানীর গুরুর মাংস কাটার যন্ত্রপাতি তৈরীর কাজে ঝুঁকছেন তারা। যেন দম ফেলবারও সময় নেই এখন তাদের। ব্যস্ততম সময়ে টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠছে উপজেলার হাটবাজার এলাকার কামারপল্লীগুলো।
সরে জমিনে দেখা গেছে, উপজেলার হাটখোলা, টিএনটি মোড়, মঙ্গলবাড়ি বাজার এলাকা, আগ্রাদ্বিগুন বাজার এলাকাসহ বিভিন্ন কামার পল্লীতে কুরবানীর ঈদকে সামনে রেখে দা, বঁটি, চাকু, হাসুয়া, কুড়াল, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জামাদি তৈরী ও মেরামতের কাজ করছে কামার শিল্পীরা।
তারা বিভিন্ন যায়গা থেকে লোহা কিনে এনে সেগুলোকে আগুনে জ্বালিয়ে তৈরী করছেন নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম । পরে সেগুলো কে বিক্রি করছেন এককে দামে। সামনে কুরবানীর পশু জবাই ও কাটাকুটির জন্য ঐসব জিনিসপত্র চাহিদা অনুযায়ী নিয়ে যাচ্ছেন ক্রেতারা। দীর্ঘ দিন মহামারিতে তাদের কাজ বন্ধ থাকায় ও আধুনিক প্রযুক্তির যন্ত্রাংশের ছোয়ায় তাদের মাঝে দুর্দিন চললে ও ঈদকে সামনে রেখে চলছে এক ভিন্ন রকম দৃশ্য। বিশেষ করে কামার শিল্পীরা হয়ে থাকনে হিন্দু সম্প্রদায়ের। সারাবছর কাজ না থাকায় পেশা বদল করলেও ঈদ আসলে আবারো নেমে পড়েন তারা পুর্বের পেশাতে। আর ঈদকে সামনে রেখে কয়েক সপ্তাহ ধরে পার করছেন ব্যস্ত সময়। আরো কিছু দিন চরম আকারে ব্যস্ত দিন পার করতে হবে বলে জানান কামারশিল্পীরা।
টিএনটি মোড়ের কামার শিল্পী বিনোদ কুমার জানান, একসময় আমার হাতে লোহার তৈরী দা,বঁটি,কুড়াল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেভাবে বিক্রি করতাম তা আর এখন নেই বললেই চলে। মেশিনের সাহায্যে এখন এসকল তৈরী হয়ায় আমাদের কদর একবারে কমে গেছে। হয়তো সময়ের সাথে তাল মিলাতে আমাকে ও একসময় এই পেশা ত্যাগ করতে হবে। তবে কুরবানীর ঈদে অনেক আশাবাদী হয়ে কাজে নামতে হয়।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি