পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে হঠাৎ একটি হনুমানের আগমণ ঘটেছে। গত তিনদিন থেকে উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত গোকুল ও সিংগারুল গ্রামে এই হনুমানটি সর্বত্র বিচরণ করছে। এদিকে ওই হনুমানটিকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করেছে। তবে এটি এখনো কারো কোন ধরণের ক্ষতি করেনি বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার দুপুরে ফুলবোন খড়শুকনা এলাকা থেকে রাস্তা দিয়ে হেটে হেটে গোকুল গ্রামে প্রবেশ করেন। তবে এটি কোথা থেকে এসছে কেহ বলতে পারছেন না। আগত বণ্য এই প্রাণীটি ঘুরছে খাবারের উদ্দেশ্যে । কখনো ডালে, কখনো রাস্তায়, কখনো বাড়ির ছাদে এইভাবে ছুটে চলছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। তবে এলাকাবাসী ধারণা করছেন কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে এটি পাশে সীমান্ত দিয়ে অথবা বৃষ্টিতে ভেসে দল ভেঙে দিশেহারা হয়ে চলে এসেছে।
তবে হনুমারটির মধ্যে শান্ত ভাব বিরাজ করায় এখনো কারো ক্ষতির জন্য চেষ্টা করেন নি। তবে অনেকে হাত বাড়িয়ে খাবার দিলে খাবার নিয়ে আবারো গাছের ডালে গিয়ে বসতে দেখা গেছে। বর্তমানে হনুমানটি আড়ানগর এলাকা থেকে সিংগারুল এলাকায় অবস্থান করছে।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন, হনুমানটির যেন কেহ কোন ধরনের ক্ষতি না করে সেজন্য বলা হয়েছে। এবং এটিকে উদ্ধারের জন্য বণ বিভাগকে অবগত করা হয়েছে।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি