৬ মাসের মধ্যে মিজানুরের মামলা নিস্পত্তি করতে নির্দেশ হাইকোর্টের

Haigh Court_PBA--1

পিবিএ,ঢাকা: মাদক মামলার আসামি মিজানুর রহমান বাড়ৈর মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ইতিমধ্যে মাদক আইনের যেসব মামলার অভিযোগপত্র আমলে নিয়েছে সেগুলোও ছয় মাসের মধ্যে নিস্পত্তি করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।

মাদক মামলার আসামি মিজানুর রহমান বাড়ৈ তিন বছর ধরে কারাগারে রয়েছেন। তার জামিন শুনানির সময় মঙ্গলবার ( ৫ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ৬০০ ইয়াবাসহ মিজানুর রহমানকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ।

এর পর থেকেই মিজানুর রহমান কারাভোগ করছেন। পাশাপাশি চলছে তার মামলা। মামলার রায় হওয়ার আগেই ইতিমধ্যে তিনি তিন বছর শাস্তি ভোগ করেছেন।

আজ আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ।

ইউসুফ মাহবুব মোর্শেদ বলেন, মিজানুর রহমান গ্রেফতার হওয়ার পর থেকেই কারাগারে। তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি। এ কারণে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...