ভালুকায় পুকুরে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু

moimonsingho-map-PBA

পিবিএ,ভালুকা (ময়মনসিংহ): ভালুকায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার আব্দুল হাই এর মেয়ে মিনহা আক্তার (২) ও সিনহা আক্তার (৪)।

সূত্র জানায়, শনিবার বিকালে ডাকাতিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুল হাই এর দুই শিশু কন্যা খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশি পুকুরে মিনহা আক্তারের (২) লাশ ভাসতে দেখে। পরে মিনহার লাশ উঠানোর পর সিনহা আক্তার (৪) কে পুকুরে খোঁজতে থাকলে তাঁর বাবার পায়ে লেগে লাশ পানিতে ভেসে উঠে।

পরে রাতে তাদের পারিবারিক কবরস্থানে দুই সহোদরকে দাফন করা হয়েছে। ভালুকা থেকে আলী আকবর সাজু।

পিবিএ/এসডি

আরও পড়ুন...