পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় সিয়াম হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে তালা উপজেলার হাজরাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম হোসেন হাজরাহাটি গ্রামের শাহাবুদ্দিন মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে চাচার সাথে বাজারে আসে সিয়াম। এসময় জাতপুর থেকে তালাগামী ইঞ্জিনভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পিবিএ/হাবিবুল হাসান/এসডি