মেজবাহুল হিমেল,রংপুর: পবিত্র ঈদ-উল-আজহার আর বাকি পাঁচদিন। ঈদ ঘনিয়ে আসায় কোরবানির পশুর হাটগুলোতে বেড়েছে মানুষের ভিড়। তবে জনসাধারণের মধ্যে বাড়েনি স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। বরং মুখে মাস্কহীন ও শারীরিক দূরত্ব বিধি লঙ্ঘন করে দিব্যি হাটে হাটে ঘুরছেন ক্রেতা-বিক্রেতারা। পশুর হাটে জনসমাগম দেখে বোঝায় উপায় নেই, করোনা ক্রান্তিতে ভুগছে দেশ।
প্রশাসন থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপরতার কথা বলা হলেও বাস্তবে হাটের চিত্র উল্টো। গাদাগাদি করে হাটে গরু-ছাগলের সাথে মানুষের উপচে পড়া ভিড়ে বাড়ছে করোনার সংক্রমণ ঝুঁকি। সরকারি নির্দেশনা এবং হাট পরিচালনায় স্থানীয় প্রশাসনের বিধিনিষেধ মানছেন না কেউই।
রংপুর নগরীর লালবাগ হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের বেশির ভাগ মানুষই ছিল মাস্কহীন। আবার অনেকে মাস্ক পড়লেও তা সঠিক নিয়মে ছিল না। হাটে চলাফেরায় সামাজিক ও শারীরিক দূরত্ব চোখে পড়েনি।
হাটের মধ্যে মাইকিং করে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার বার বলা হলেও তা নিশ্চিত করতে দেখা যায়নি কোনো তৎপরতা। বরং হাটের মধ্যে ব্যবসায়ী, খামারি, পাইকার ও দালালদের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে স্বাভাবিকভাবে সমাগম করতে দেখা গেছে। একই অবস্থা ছিল বাজার পরিস্থিতি দেখতে ও কোরবানির পশু কিনতে আসা ক্রেতা সাধারণের মধ্যেও।
এদিকে কোরবানির ঈদকে ঘিরে লালবাগ হাটের বর্ধিত অংশ কারমাইকেল কলেজের মাঠের মধ্যে নেয়া হয়েছে। সেখানে গাছে গাছে বেঁধে রাখা হয়েছে গরু-ছাগল। তবে হাটে যে পরিমাণ গরু-ছাগল উঠেছে, সেই হিসেবে ক্রেতা সমাগম হয়নি।
খামারি ও সাধারণ ব্যবসায়ীরা বলছেন, অনেকেরেই রাখার ব্যবস্থা না থাকায় ঈদের এক-দুই দিন আগে পশু কিনে। ঈদের তিন-চারদিন আগে পশুর হাট জমে উঠবে বলে আশা করছে ব্যবসায়ীরা। এখন যারা হাটে এসেছেন, তাদের বেশির ভাগ বাজার যাচাই করছেন। অন্যদিকে স্বাস্থ্যবিধি অমান্যের ব্যাপারে গরু ব্যবসায়ী আবুল হাশেম, মিলন মিয়া ও নূর হোসেন বলেন, এতো মানুষের ভিড়ে করোনার আতঙ্ক আছে। কিন্তু কিছু করার নেই। সবাইকে তো জোড় করে মাস্ক পড়ানো বা দূরত্ব বজায় রাখার কথা বলা সম্ভব না।
বাংলাদেশ সরকার বা প্রশাসন পরিশ্রম করছেন মানুষকে সচেতন করছে, কিন্তু মানুষ যদি সচেতন না হয় তবে কি আর হবে। এরকমটি বলছিলেন লালবাগ হাটে আসা সাব্বির হায়দার আশিক। তিনি হাটে গরু দেখতে এসেছিলেন।
লালবাগ হাটের ইজারাদার দুলু মিয়া বলেন, ‘আমরা কিছুক্ষন পরপর হ্যান্ড মাইকের মাধ্যমে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সচেতন করছি। এছাড়াও হাটে করোনার সংক্রমণ ঝুঁকি রোধে হাত ধোয়ার ব্যবস্থার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করে যাচ্ছি।’
এদিকে হাটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেলেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ছিল না তেমন তৎপরতা। এ ব্যাপারে তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, ‘লালবাগ হাটে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি মানতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন পুলিশ। সবাইকে মুখে মাস্ক পরিধান করে হাটে আসার জন্য উদ্বুদ্ধ করছেন তারা। এছাড়াও হাটে যাতে কোনো অপরাধ সংঘটিত না হয়, সেজন্য পুলিশ কাজ করছেন।
পিবিএ/এমআর