মেজবাহুল হিমেল,রংপুর: করোনাকালে পরীক্ষার অনিশ্চয়তার কারণে মানবিক বিবেচনায় বার-কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।
রবিবার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ রংপুর বারের শিক্ষানবীশ আইনজীবীদের উদ্যোগে অবস্থান কর্মসূচি হয়।
অবস্থান কর্মসূচি সমাবেশে শিক্ষানবীশ আইনজীবী পলাশ কান্তি নাগের সভাপতিত্ব বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী রাতুলুজ্জামান রাতুল, ফরহাদ সরকার, মোজাহেদুল সরকার, পারুল বেগম, নন্দিনী দাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বার কাউন্সিলের পরীক্ষা গ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে হাজার হাজার শিক্ষানবীশ আইনজীবী মেধা ও জীবনের মূল্যবান সময়ের অপচয় ঘটছে। ২০১২ সালের পূর্বে বছরে ২ টি পরীক্ষা অনুষ্ঠিত। এরপর থেকে পরীক্ষা পদ্ধতির ব্যাপক পরিবর্তন ও ৩/৪ বছর পর পর তিনস্তরে পরীক্ষা গ্রহণ করা হয়। এবারো দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে রিটেন-ভাইবা কবে হবে তা অনিশ্চিত।
তাই মানবিক বিবেচনায় বার কাউন্সিলের এমসিকিউ উত্তীর্ণদের রিটেন,ভাইবা থেকে অব্যাহতি দিয়ে বিশেষ গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবি জানানো হয়।
পিবিএ/এমআর