জোড়ামতল এলাকায় গৃহবধূ আত্মহত্যা,পরিবারের দাবি হত্যা

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড (চট্রগ্রাম): শুক্রবার উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় রাত ১১টা ৪৫ মিনিটের সময় সোনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে রান্না ঘরে তিরের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।সেই স্থানীয় বাসিন্দা কাউছার আমহেদ এর স্ত্রী।নিহতের পরিবারের দাবী এটি পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে মেয়েকে।

চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়াড়ে জোড়ামতল,রাজা মিয়া মিকারের এর বাড়ীর এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত সোনিয়ার বাবা আব্দুর রশিদ জানান, আমার মেয়ের স্বামী ও তার শ্বশুর বাড়ীর লোক জন আমার মেয়েকে নানা ভাবে নির্যাতন করতো এইসব বিষয়ে ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে অনেক বার শালিশী বৈঠক হয়। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

এই বিষয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্য জাহানারা জানান,সোনিয়ার বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে তিন চার বার বৈঠক হয়। আমি একটি বৈঠকে উপস্থিত ছিলাম।কাউছার এর ছোট বোন কিছু দিন আগে প্রেমের সম্পর্কের কারণে একটি ছেলের সাথে ঘর থেকে পালিয়ে য়ায়।এতে খুব্ধ হয় সোনিয়ার শ্বশুর শাশুড়ি এবং তাদের দাবী তার ননদকে পালিয়ে যেতে সোনিয়া সহযোগীতা করে তার জন্য তাকে দায়ী করে ঐ বৈঠকে।সোনিয়ার পরিবারে দাবী কাউছার মাদকাসক্ত সেই আমার মেয়েকে
নির্যাতন করতো।

এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানায় পরিদর্শক (তদন্ত ওসি) সুমন বর্ণিক বলেন,একটি
অপমৃত্যুর মামলা করা হয়েছে।পারিবারিক কলহের জেরে মহিলাটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয় জানান।

পিবিএ/এসডি

আরও পড়ুন...