পিবিএ,বগুড়া: বগুড়ায় গত ২৪ঘন্টায় নতুন করে ৫৯জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরানে আক্রান্ত ৪ হাজার ৫০৫জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ রবিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ঘন্টায় বগুড়ায় সরকারি বে-সরকারি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২১৯টি নমুনার ফলাফল এসেছে। এতে আক্রান্ত হয়েছেন ৫৯জন। এর মধ্যে পুরুষ ৩৮জন, নারী ১৭জন ও ৪জন শিশু রয়েছে । নতুন আক্রান্ত ৫৯জনের মধ্যে ১৮ থেকে ৪০ বছরের ২১জন, ৪১ থেকে ৫০ বছরের নয়জন, ৫১ থেকে ৭০ বছরের ২২জন ও তিনজনের বয়স ৭০ বছরের উপরে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৫০টি। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৩১টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৯টি। নতুন আক্রান্ত ৫৯ জনের মধ্যে বগুড়া সদর ৩৯জন, শেরপুরে নয়জন, আদমদীঘি তিনজন, শাজাহানপুরে দুইজন, শিবগঞ্জ দুইজন, দুপচাঁচিয়ায় একজন, ধুনটে একজন, কাহালুতে একজন, নন্দীগ্রামে একজন রয়েছে।
গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেই থেকে গত ঘন্টায় ২৫ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬হাজার ৭৫টি। এর মধ্যে ২৩হাজার ৭৯১টির ফলাফল এসেছে। অত্র জেলায় করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৬১জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ৯০৬জন সুস্থ হয়েছেন। একই সময়ে জেলায় নতুন করে আরও ৫জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ১০০জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন করে আক্রান্ত ৫৯জনকে তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পিবিএ/জিএম মিজান/এসডি