কুমিল্লায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

মনির হোসেন,কুমিল্লা: কুমিল্লার ময়নামতিতে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভাই বোনসহ ৪ জন নিহত গুরুতর আহত-৫ রবিবার (২৬ জুলাই) বেলা বারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলায় ময়নামতি ইউনিয়নের হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা।
উল্লেখ্য যে দুর্ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়, একজন নারী ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু বরন করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনার পরপর ময়নামতি হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করেন। সাময়িক যানজট নিয়ন্ত্রনের পর রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে।
এদিকে নিহতদের মাঝে দুজনের পরিচয় নিশ্চিত করেছেন পীরযাত্রাপুর ইউনিয়নের ঠিকাদার বিল্লাল হোসেন তিনি বলেন নিহত দু’জন হলো বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত নবী নেওয়াজ মিয়ার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া (৩০) ও তার আপন ছোটবোন নিপা আক্তার (২৮)। বাকি হতাহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. সাফায়াত হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রী নিয়ে লেগুনাটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে কলসানগরে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেবপুর হরিণধরা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই লেগুনাযাত্রীর মৃত্যু হয়।পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পিবিএ/এসডি

আরও পড়ুন...