পিবিএ,ডেস্ক: যৌনকর্মীদের নিজের পায়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করার বার্তা দিলেন প্রিন্স হ্যারি ও মেগান মের্কেল। সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নতির জন্য চ্যারিটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা এ বার্তা দেন। কিন্তু তারা যেভাবে বার্তা দিলেন তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
যৌনকর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে কলার খোসায় বার্তা লিখেছেন মেগান।
কলার উপর লেখা হয়েছে, ‘তুমিও শক্তিশালী’, ‘তুমিও সাহসী’, ‘তুমিও ভালবাসার যোগ্য’-এর মতো বার্তা।
‘ওয়ান ২৫’-নামে এক চ্যারিটেবল সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেগান মের্কেল। এই সংস্থা সম্মানজনক উপায়ে মহিলাদের স্বনির্ভরতার জন্য ব্রিস্টল এলাকায় কাজ করে থাকে। মূলত রাস্তার যৌনকর্মী ও মাদকাসক্তদের জীবনের মূলস্রোতে ফেরানোর লক্ষ্যে কাজ করে থাকে তারা।
মেগানের বার্তা সম্বলিত ওই কলা ও অন্যান্য কিছু জিনিস যৌনকর্মীদের হাতে তুলে দেবেন চ্যারিটি সংস্থার কর্মীরা।
এই বার্তা নিয়ে মেগান বলেছেন, নারীদের স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে দিতে ও সংস্থার উদ্যোগকে সফল করতে এই বার্তা দিয়েছেন তিনি।
পিবিএ/এফএস