কালিয়াকৈরে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

ফজলে রাব্বি, কালিয়াকৈর: গ্রাম শহরের উন্নতি শেখ হাসিনার মূলনীতি এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দিনব্যাপী অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সকাল থেকে উপজেলার আটাবহ ইউনিয়নের হিজলহাটি এলাকার হিজলহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক যোগে ৯টি ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে ওই চাল বিতরণ করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আলাউদ্দিন মোল্লা উলু’র নেতৃত্বে দিনব্যাপী ওই ইউনিয়নের তিন হাজার ৩০০ জনের মধ্যে এ চাল বিতরণ করা হয়। এসময় প্রতি জনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পরিষদের সদস্য ফালাক হোসেন মৃধা, ওই ইউনিয়নের সচিব আনোয়ার হোসেন,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, ইউপি সদস্য আমেনা বেগম, আয়নাল হোসেন, আশরাফ হোসেনসহ অন্যান্য ইউপি সদস্যগণ।

পিবিএ/এসডি

আরও পড়ুন...