ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু

পিবিএ,বগুড়া: বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান রনি (৩৩) দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। রবিবার রাত ২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত রোকনুজ্জামান রনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে।
জানা যায় , পুলিশের একজন সোর্সের নেতৃত্বে দুর্বৃত্তরা রোকনুজ্জামান রনিকে ছুরিকাঘাত করে। নিহতের পরিবারের সদস্যরা বলেন, গত ১৮ জুলাই সন্ধ্যায় এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোবাহান তার সহযোগীদের নিয়ে রনির বাড়ির সামনে গিয়ে তাকে ফোনে ডেকে নেয়। এরপর বাড়ির সামনেই তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় রনির ভাগিনা রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
এরপর দুর্বৃত্তরা রক্তাক্ত অবস্থায় দুজনকেই মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহত রনির বড় বোন শারমিন আকতার রুমা বলেন, গত রমজান মাসে তাদের বাড়িতে শহরের বাদুড়তলা থেকে তার ভাইয়ের দুই বন্ধু বেড়াতে আসেন। তাদের সঙ্গে এলাকায় আড্ডা দেওয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিব নামে দুই যুবকের ঝগড়া হয়।
এ নিয়ে সমঝোতা বৈঠকও হয় এলাকায়। কিন্তু পুলিশের সোর্স সোবাহান তার মতো করে বিচার করতে চান। কিন্তু রনি এতে মত না দেওয়ায় সোবাহান তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। এরই জের ধরে ১৮ জুলাই রনি ও তার ভাগিনাকে ছুরিকাঘাত করে। উক্ত ঘটনায় শারমিন আকতার রুমা ১৯ জুলাই বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ রাকিব নামের একজনকে গ্রেফতার করে।
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ প্রতিবেদক-কে বলেন, উক্ত ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।

পিবিএ/জিএম মিজান/এসডি

আরও পড়ুন...