শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট: লালমনিরহাটে নিখোঁজের ১ দিন পরে ব্রিজের নিচ থেকে গালিব হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার সকালে জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার ওয়াব্দা ব্রিজের নিজ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শিশু গালিব ওই এলাকার ইদ্রীসের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে বাড়ির বাহিরে বের হয়ে আর ফেরেনি শিশু গালিব হোসেন। অনেক খোঁজাখুঁজির করে তার সন্ধান মেলাতে পারেনি পরিবার। সোমবার সকালে বাড়ির অদুরে একটি ব্রিজের নিচে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।
মহিষখোচা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পিবিএ/এসডি